এই ডাটাবেস টিউটরিয়াল এমন ভাবে সাজান হয়েছে যে একটি ইউনিভার্সিটিতে যা পরান হয় তার চেয়ে কম না।আমরা জানি ইউনিভার্সিটিতে লিমিটেড সময় তাই ওখানে নিজেকে সিখে নিতে হয় যা বাকি থাকে তবে আজ থেকে আমি যে কোর্স সুরু করতে জাচ্ছি সেটি পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ্‌ ।

এই কোর্স কাদের জন্য ?
যারা ডাটাবেস সিখতে চায় । ক্লাস ৮  অথবা তার উপরের জেকেউ সিখতে পারবে।
ডাটাবেস কী?
ডাটা বেস হল যেখানে আমরা কন ডাটা রাকি।

উদাহরণ
আমারা যে ফেসবুকে ছবি আপলড করি এই ছবি গুল কিন্তু ফেসবুকের ডাটাবেস এ সেভ হ্য়।আবার আমরা যে ফেসবুক এ নাম এবং পাসওয়ার্ড দিয়ে ফেসবুক এ লগইন করি ওগুলো ফেসবুকের ডাটাবেস এ সেভ হয়ে থাকে।বিধায় আমরা লগইন করতে পারি।

গুগল যে আমাদের তথ্য দেয় এগুল কিন্তু গুগুল এর ডাটাবেস এ সেভ করা আছে তাই গুগল আমাদের তথ্য গুল দিতে পারে নয়লে কিন্তু পারতনা।

আশা করি আপনারা বুঝতে পারছেন ডাটাবেস কি।তবুও কনো বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন।

সহায়ক ভিডিওঃ



নতুন নতুন গবেষণায় নতুন নতুন প্রযুক্তি আবিস্কার হচ্ছে। আর তার সুফল আমরা প্রতিনিয়ত ভোগ করছি। অন্য সুবিধার কথা এক্ষেত্রে প্রাসঙ্গিক নয়। বরং, বিজ্ঞানের জন্য আমরা বাস্তবে এমন কিছু দৃশ্য দেখতে পাচ্ছি, যেটা আমরা কল্পনা করেও দেখতে পারতাম না। মহাকাশ থেকে চাঁদ এবং পৃথিবীকে দেখতে কেমন লাগে, আমরা এগুলো দেখে ফেলেছি। কিন্তু মঙ্গল গ্রহ থেকে আমাদের পৃথিবী আর চাঁদকে একই ছবিতে দেখতে কেমন লাগে, সেটাই এবার দেখিয়ে দিল নাসা।

ছবিটি তোলা হয়েছে ২০১৬-এর ২০ নভেম্বর। কিন্তু ছবিটি প্রকাশ করা হয়েছে সদ্য। এই ছবিটি যখন তোলা হয়েছে তখন পৃথিবী থেকে মঙ্গলের দূরত্ব ছিল ২০৫ মিলিয়ন কিলোমিটার। ছবিতে পৃথিবীর যে অংশটা লালচে মতো দেখা যাচ্ছে, সেটা অস্ট্রেলিয়া। আর চাঁদের ছবিটিতে ঔজ্জ্বলতা অনেকটাই কম পৃথিবীর তুলনায়।

MARI themes

Powered by Blogger.