অনুপ্রেরণা
বেবী আফরোজ
স্বপ্ন একটি সাজানো
শুধু ক্যানভাস নয়
একটি নির্মল, বিশুদ্ধ
দীপ্তিময় শক্তি।।
স্বপ্নপুরনের তীব্র ক্ষুধা
সন্ধ্যাবেলার শূন্যতা চাষের মতো নয়,
ভোরের সূর্যের মতো এবং
নির্ঘাত থাকতে হবে গূঢ়দ্বার
দৃঢ় আত্মবিশ্বাস।।
চলার পথে চিহ্নিত বাঁকা পথ
ভুলের কাঁটা সাজানো রক্তাক্ত পথ
খণ্ড, ক্ষুদ্র হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়বে
আবিষ্কৃত নিজস্ব সত্ত্বা।
তাই শুরু কর পরিচ্ছন্ন পথে
শুভ্র আকাশের মতো
আলোর সওয়ারী হয়ে।।
শরীরে প্রবাহিত রক্তধারা
তোমার শৃঙ্খলে বন্দি করে
প্রচণ্ড ক্রোধকে শান্ত করো এবং
তা শক্তিতে রুপান্তরিত করে দেখো
প্রস্ফুটিত হয়েছো রঙিন ফুলের মতো
শুদ্ধ হয়েছো আকাশের মতো।।
প্রতিদ্বন্দ্বীদের হিংসে,ভয় আর অপমানে কেঁদোনা
কারন তুমিই সঠিক, 
বলেই তাদের এই আত্মপ্রকাশ।।
আকাশ চূড়ায় পৌঁছে গিয়ে 
গ্রহ তারার আলোর শিহরণে
নিজেকে বশীভূত করো না
নতুন প্রয়াসে সবুজাভ কন্টকিত পৃথিবীটাকে
সোনালী আলোয় আলোকিত করো,
এভাবেই হবে তুমি আলোচ্য সূর্য
এবং একজন কিংবদন্তী।।


MARI themes

Powered by Blogger.