আপনার মোবাইলে আছে মাত্র ৪ এমবি। এমন সময় অনলাইনে কাউকে কল দেওয়ার প্রয়োজন আপনার। কিন্তু ডাটা অন করার সঙ্গে সঙ্গে মোবাইলে থাকা অন্য অ্যাপসগুলোর কারণে ওই ৪ এমবি শেষ হয়ে মোবাইলের ব্যালেন্স কাটাও শুরু! এমন বিড়ম্বনায় পড়েননি খুব কম মানুষই আছেন। বিশেষত মোবাইল নেট ব্যবহারের ক্ষেত্রে সবচাইতে বেশি এই সমস্যার সম্মুখীন হতে হয়। আর এমন বিড়ম্বনা থেকে বাঁচাতে বাংলাদেশি প্রতিষ্ঠান শেখ সফট-এর ডেভোলোপার শেখ শামীমুল ইসলাম নিয়ে এসেছেন নতুন মোবাইল অ্যাপস ‌‌‌’ইন্টারনেট গার্ড ডাটা সেভার’।


এই অ্যাপস ব্যবহারের মাধ্যমে আপনি নিশ্চিত করতে পারেন কখন কোন অ্যাপস আপনার মোবাইল ডাটা বা ওয়াইফাই ডাটা ব্যবহার করবে। আপনি চাইলে শুধুমাত্র একটি অ্যাপসের জন্য আপনার ডাটা সার্ভিস চালু করতে পারবেন। ফলে ফেসবুক বা টুইটার ব্যবহারের সময় আপনার মোবাইলে থাকা অন্য অ্যাপসগুলো ডাটা গ্রহণ করতে পারবে না। এই বিশেষ অ্যাপসটি ব্যবহারের মাধ্যমে আপনার প্রয়োজনীয় অ্যাপসটি পাবে বাড়তি ইন্টারনেট গতি। অর্থাৎ অন্য অ্যাপসগুলো ডাটা সংগ্রহ না করলে নির্দিষ্ট একটি অ্যাপস পাবে আপনার সম্পূর্ণ ইন্টারনেট স্পিড।

অ্যাপসটি ডাউনলোড করা যাবে গুগোল প্লে স্টোর থেকে। অথবা এই লিংকে ক্লিক করেও আপনি অ্যাপসটি পেতে পারেন: https://play.google.com/store/apps/details?id=eu.sheikhsoft.inteetguard

অ্যাপসটির বাড়তি ফিচার হিসেবে রয়েছে লোকাল ভিপিএন এবং অ্যাডাল্ট ওয়েব সাইট ব্লক করার ব্যবস্থা। লোকাল ভিপিএন-এর মাধ্যমে আপনি চাইলে নিয়ন্ত্রণ করতে পারেন আপনার মোবাইলে দেখানো অন্যান্য অ্যাপসের বিজ্ঞাপনকে। শুধু তাই নয়, আপনার বিরক্তিকর ব্রাউজার পুশ নোটিফিকেশনও বন্ধ রাখতে পারেন আপনি এই অ্যাপসের মাধ্যমে।

এ ছাড়াও আপনার মোবাইল থেকে যেন কোন অ্যাডাল্ট সাইটে ভুল করে প্রবেশ করা না যায়, সেই ব্যবস্থা রাখা হয়েছে এই অ্যাপসে। এর মাধ্যমে ব্লক করা সম্ভব অ্যাডাল্ট সাইট ও অ্যাডাল্ট সাইটের বিজ্ঞাপনকে। ‘ইন্টারনেট গার্ড ডাটা সেভার’ সেভ করবে মোবাইল ডাটা। সেই সঙ্গে অ্যাডাল্ট সাইটের ফিশিং থেকে নিরাপদ রাখবে আপনার মোবাইলকে।


ফেসবুক নিরাপদ রক্ত পেতে জনগণের জন্য নিরাপদ রক্তদান প্রক্রিয়া আরো সহজ করতে আজ একটি রক্তদান কর্মসূচি উদ্বোধন করেছে। ফেসবুক হেল্থ-এর প্রডাক্ট লিডার হেমা বুদারাজু বাসসকে বলেন, বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও নিরাপদ রক্তের ঘাটতি রয়েছে। রোগী এবং তার পরিবারের সদস্যদের নিরাপদ রক্ত সংগ্রহ করতে অনেক ঝক্কি-ঝামেলা পোহাতে হয়। তারা যাতে চাহিদা মতো প্রয়োজনীয় নিরাপদ রক্ত পেতে পারে এ জন্য ফেসবুক আরো সহজ ও কার্যকরভাবে রক্তদাতা ও গ্রহীতাকে খুঁজে পেতে একটি ফিচার চালু করেছে।

তিনি বলেন, আমরা অলাভজনক প্রতিষ্ঠান, স্বাস্থ্য খাত বিশেষজ্ঞ, গুরুত্বপূর্ণ দাতাগণ এবং জনগণের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। রক্তদাতাদের খুঁজে বের করতে যারা ফেসবুক ব্যবহার করে, তাদের সুবিধার্থে এই ফিচারটি ডিজাইন করা হয়েছে।

হেমা বলেন, রক্তদাতাদের উৎসাহিত করার জন্য ফেসবুক নিউজ ফিডে একটি বার্তা থাকবে। ব্যবহারকারী সাইন-আপ করার জন্য প্রোফাইল এডিট করতে পারবে। ব্যবহারকারীদের সব তথ্য গোপনীয় থাকবে এবং বাই ডিফল্ট শুধু অনলি মি সেট করা থাকবে। কিন্তু জনগণ তার রক্তের অবস্থা বা ব্লাড ডোনার স্টেটাস শেয়ার করতে পারবে।

ফিচারটি সম্পর্কে এনড্রয়েট, আইওএস এবং বাংলাদেশীরা ফেসবুক.কম/ডোনেট ব্লাড এ গিয়ে বিস্তারিত জানতে পারবে এবং একজন ব্লাড ডোনার হিসেবে সাইন-আপ করতে পারবে।

ফেসবুকের সাউথ এশিয়া প্রোগ্রাম হেড রিতেশ মেহেতা বলেন, আমরা আশা করছি, জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং বাংলাদেশে রক্তদাতার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক রক্তদান ও গ্রহণ কার্যক্রম আরো সহজতর হবে যা আগে সম্ভব ছিল না।-বাসস


ইউনিভার্সিটির শিক্ষক ও ছাত্ররা থিসিস করে বিভিন্ন দেশের জার্নালে পাবলিশ করতে অনলাইনে পেমেন্ট করে হয়। কিন্তু বাংলাদেশ থেকে বিভিন্ন দেশের জার্নালে কিভাবে পাবলিশ করতে হবে সেটা অনেকেই জানেন না। এ ব্যাপারেই সাহায্য করছে পেমেন্ট বিডি নামের একটি অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান।

শুধু জার্নাল পাবলিশই নয়, কিভাবে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ সেমিনার ও কনফারেন্সে যোগদান করা সম্ভব, কিভাবে ডেলিগেশন ফী অনলাইনে পেমেন্ট করতে হবে এসব ব্যাপারে সার্বিক সহযোগিতা করছে পেমেন্ট বিডি ডটকম (www.paymentbd.com)।

পেমেন্টবিডি ডটকমের প্রধান নির্বাহী কাওসার মুহাম্মদ ইফতেখার বলেন, গত ১০ বছর যাবত আমরা জার্নাল পাবলিকেশনের ব্যাপারে সহযোগিতা করে আসছি এবং এ পর্যন্ত পৃথিবীব্যাপী অর্ধশতাধিক জার্নালে বাংলাদেশের মেধাবী ছাত্র ও শিক্ষকদের পাঁচ শতাধিক থিসিস পাবলিশ হয়েছে। এতে বিশ্বের দরবারে বাংলাদেশী ছাত্র ও শিক্ষকদের ভাবমূর্তি অনেক বেড়েছে। অনেক বিদেশী সিনিয়র গবেষকরা এইসব থিসিসের উপর একসাথে মিলে মিশে উচ্চতর গবেষণা চালানোর আগ্রহ প্রকাশ করেছে।

তিনি আরো বলেন, জার্নাল পেমেন্ট ছাড়াও পেপাল, স্ক্রিল, নেটেলার, পারফেক্ট মানি, মাস্টার কার্ড ওয়েব মানির মাধ্যমে যে কোন ওয়েবসাইটে অনলাইন পেমেন্টের ব্যাপারে সহযোগিতা করা হয়।

দেশব্যাপী সকল ছাত্র এবং চাকরিজীবী শিক্ষকদের সুবিধার্থে পেমেন্টবিডিডট কম এর ঢাকা ও চট্টগ্রামের নিজস্ব কার্যালয় রয়েছে।

অনুপ্রেরণা
বেবী আফরোজ
স্বপ্ন একটি সাজানো
শুধু ক্যানভাস নয়
একটি নির্মল, বিশুদ্ধ
দীপ্তিময় শক্তি।।
স্বপ্নপুরনের তীব্র ক্ষুধা
সন্ধ্যাবেলার শূন্যতা চাষের মতো নয়,
ভোরের সূর্যের মতো এবং
নির্ঘাত থাকতে হবে গূঢ়দ্বার
দৃঢ় আত্মবিশ্বাস।।
চলার পথে চিহ্নিত বাঁকা পথ
ভুলের কাঁটা সাজানো রক্তাক্ত পথ
খণ্ড, ক্ষুদ্র হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়বে
আবিষ্কৃত নিজস্ব সত্ত্বা।
তাই শুরু কর পরিচ্ছন্ন পথে
শুভ্র আকাশের মতো
আলোর সওয়ারী হয়ে।।
শরীরে প্রবাহিত রক্তধারা
তোমার শৃঙ্খলে বন্দি করে
প্রচণ্ড ক্রোধকে শান্ত করো এবং
তা শক্তিতে রুপান্তরিত করে দেখো
প্রস্ফুটিত হয়েছো রঙিন ফুলের মতো
শুদ্ধ হয়েছো আকাশের মতো।।
প্রতিদ্বন্দ্বীদের হিংসে,ভয় আর অপমানে কেঁদোনা
কারন তুমিই সঠিক, 
বলেই তাদের এই আত্মপ্রকাশ।।
আকাশ চূড়ায় পৌঁছে গিয়ে 
গ্রহ তারার আলোর শিহরণে
নিজেকে বশীভূত করো না
নতুন প্রয়াসে সবুজাভ কন্টকিত পৃথিবীটাকে
সোনালী আলোয় আলোকিত করো,
এভাবেই হবে তুমি আলোচ্য সূর্য
এবং একজন কিংবদন্তী।।


MARI themes

Powered by Blogger.